করোনা নিয়ে Dhananjoy Chandra Das এর ভাবনা 🙄, কবে পাব স্বাভাবিক জীবন তার ব্যাখা করা হয়েছে..

স্বাধীন থেকেও পরাধীন আর কতদিন? 2019 সালের ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত ঘর থেকে বের হতেই বুকের ভেতরটা থর থর করে কাঁপতে থাকে।‌ এই বুঝি অদৃশ্য শত্রু হানা দিবে এবং নিজেকে করে দিব পরাজিত! আসলে নিজেকে রক্ষা করার চিন্তা কে না বা করে। আর এই নিজেকে রক্ষা করার চিন্তা থেকেই মনের ভিতর অদৃশ্য শত্রুর প্রতি একটা ভয় তৈরি হয়ে আছে। এটা শুধু আমার একার নয় বরং এদেশের হাজারো মানুষের বেঁচে থাকার ভয়। কেউ করুণা হয়ে কিংবা কেউ ক্ষুধার্ত হয়ে মরার ঘরে ঝিমাচ্ছে কখন ঘুম আসবে!


সুন্দর একটি সন্ধ্যা

তবে আজ আপনাদেরকে এবং আমি নিজেকেও সান্ত্বনা দিচ্ছি এই বলে তা নিম্নে কয়েকটি পয়েন্টে উল্লেখ করা হলো:

১. করোনার ভ্যাকসিন তৈরি হয়েছে যা উচ্চতর ব্যক্তিবর্গ হতে নিম্ন শ্রেণীর ব্যক্তিবর্গদের কে দেওয়া হবে।

২. করোনার যত ধরনের ভেরিয়েন্ট আসুক, আশা করি এই ভ্যাকসিন পুরোপুরি কার্যকর হবে পৃথিবীটাকে আগের মতো ফিরিয়ে দিতে।

৩. বাংলাদেশের 16 কোটি মানুষকে আশা করা যায় আগামী কয়েক মাসের ভিতরে অর্থাৎ এক বছরের ভিতরে ভ্যাক্সিনেশন এর আওতায় নিয়ে আসা যাবে।

৪. আমরা আশা করি ভ্যাকসিন গ্রহণ করার 10 সপ্তাহ পর থেকে কেউ আর করোনায় আক্রান্ত হবে না ফলে পরিবেশ হয়ে উঠবে স্বাভাবিক।

৫. যদি পরিবেশ স্বাভাবিক হয়ে যায়, তাহলে আগামী ১.২-১.৫ বছরের ভেতরে আমরা আবার পুনরায় আগের মতন চলাচল করতে পারব।

✓✓✓ তাহলে অবশেষে বলা যায়, আমরা আর পরাধীন সর্বোচ্চ দেড় বছর আছি। তাহলে স্বাভাবিক জীবন পেতে হলে আমাদেরকে এ দেড়টা বছর বিভিন্ন নিয়ম-নীতি অর্থাৎ বিধি-নিষেধ মেনে চলতে হবে।

চলুন দূরত্ব বজায় রাখি 🙏
নিজেকে সুস্থ রাখি + অন্যকে সুস্থ রাখি 😍😍
অপ্রয়োজনে ঘর হতে বের হওয়া থেকে বিরত থাকি 🙏

Post a Comment

0 Comments