ছোট বেলার সেরা মজার ১২ টি ধারনা দেখতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন

ছোট বেলার সেরা ১২ টি ধারনাঃ

১) পৃথিবীতে দুটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ।
২) বিয়ে করলে বাচ্চা হয় না হলে হয় না।
৩) সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা, সাড়ে একটার পর বাজে সাড়ে দুইটা।
৪) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুতা খায় তাহলে শিং ওঠে, দুটা খেলে ওঠে না।
৫) কোন ফল এর বিচি খেয়ে ফেললে পেটের ভিতর সেই ফলের গাছ হয়।


ছোট বেলার সেরা ধারনা


৬) সিনেমার মধ্যে নায়ক নায়িকা নিজের গলায় গান গায়।
৭) আই লাভ ইউ খুব খারাপ একটা শব্দ, একেবারে বাজে শব্দ।
৮) টিভির ভিতর উকি দিলে ভেতরের মানুষ দেখা যায়।
৯) যে যত ভালো ছাত্র তার রোল তত কম আর যত খারাপ তত বেশি , এটা কেমন সিস্টেম?
১০) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এত তারা তারি জামা কাপড় বদলায় কেমনে? নিশ্চয়ই একটার উপর আরেকটা পড়ে থাকে, হুট করে উপরেরটা খুলে ফেলে দেয় কোনো এক সময়।
১১) এক গালে থাপ্পর দিলে অন্য গালেও দিতে হবে নাইলে বিয়ে হবে না। ১২) আপনি শুয়ে থাকলে উপর দিয়ে কেউ আপনাকে ডিঙিয়ে গেলে আপনি আর বড় হবেন না।
এ গুলো আগে অনেক বিশ্বাস করতাম 😐😐😐

Post a Comment

0 Comments