How to get GPA-5 in exam | HSC exam result 2019 | কি কি কারণে পরীক্ষা খারাপ হয় তা জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন..

বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। হয় তোমাদের মধ্যে কেউ খুব ভালো পরীক্ষা দিয়েছো, অথবা কি মোটামুটি, অথবা কেউ কোনরকম পাস করার মত, বা অনেকেই  পাস করবে কিনা এই চিন্তায় ও আছো।

আজকের ভিডিওটি তাদের জন্য যারা এবার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেছ। আজকের ভিডিওতে থাকবে পরীক্ষায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। না তোমাদের অনেকের জীবনে মিলে যেতে পারে।


পরীক্ষা আসতেছে আসতেছে আর মাত্র কদিন বাকি এরকম দুচিন্তায় ও কাটাতে হয়েছে অনেকের। এই  দুচিন্তায় হয়তো অনেকের প্রস্তুতিও ভালো হয়নি। কারণ হয়তো ভাবছো যে আমার বইয়ের অনেকটাই বাকি এ কয়দিনে কি শেষ করতে পারবো? এই ভয়টা ও মনে কাজ করেছে যার ফলে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া যায়নি।

অপরদিকে যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছো তারা হয়তো পরীক্ষার আগের মূহূর্তে যে কদিন বাকি ছিল সেই মুহূর্তে কনফিডেন্স নিয়ে পড়েছিলে, আমি পড়ে শেষ করতে পারবো এবং সে অনুযায়ী পড়েছ তাই তুমি পরীক্ষায় ভালো দিয়েছো।

আজকের ভিডিওতে যারা পরীক্ষা ভালো দিয়েছো তার কারণটা না বলে, বলতে চেষ্টা করব যে কি কারনে পরীক্ষা খারাপ হয়। সফলতার গল্প শুনে সব সময় সফল হওয়া যায় না, ব্যর্থতার গল্প গুলো জানতে হবে যে কেন সে ব্যর্থ হয়েছে? আর আমরা জীবনে সে কারন গুলোকে মুছে দেব, যে কারণে ব্যর্থ হতে হয়।

যাদের পরীক্ষা খারাপ হয়েছে মাত্র তিনটি বিষয় তোমরা নিজেরা মিলিয়ে দেখো, তোমাদের সাথে এগুলো মিলে কিনা?

প্রথমত: পরীক্ষা চলাকালীন সময়ে হতাশার সৃষ্টি সৃষ্টি হওয়া। যেমন আমাকে দিয়ে এ প্লাস পাওয়া সম্ভব নয় কারণ আমি এগুলো এখনো সম্পূর্ণ করিনি, সবাই বই পড়ে শেষ করে ফেলেছে। আমি কি করে পারব? না, আমাকে দিয়ে হবে না।

এইতো, হতাশার কারণে পড়াও হলো না  পরীক্ষায়ও ভালো হলো না।

দ্বিতীয়তঃ পরীক্ষা হলে গিয়ে হল টা ভালো না পাওয়া। যাই কিছু পড়া হোক না কেন, যখন হলে স্যার ম্যাডামরা বেশি বকবক করে কিংবা কখনো আশে পাশ থেকে খাতা নিয়ে যায়।

এইতো, হলটা ভালো হলে, পাশে থাকা বন্ধুর থেকে একটু জানতে পারলে পুরোটাই উত্তর দেওয়া যেত

তৃতীয়তঃ হাতে থাকা মোবাইল ফোনটি সঠিকভাবে ব্যবহার না করতে পারা। অনেকে হয়তো ভাবছো এ কারণটা কেন প্রথমে দিলাম না? কারণ মোবাইল দিয়ে বিভিন্ন ক্লাস দেখা যায় যা উপকারী বটে। কিন্তু মোবাইল ফোনে থাকা বিভিন্ন গেম, সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া, অর্থাৎ এক কথায় পড়ালেখার সময় টা মোবাইলে খরচ করা।

এইতো, মোবাইলে আজ আমাদের সময় টা খরচ না করে, যদি ওই সময়টাতে আমরা একটু লেখাপড়া করতাম তাহলে পরীক্ষাটা আরেকটু ভালো দেয়া যেতে পারত


আসলে আমি আমার ব্যক্তিগত ভাবে বলতে পারি, পরীক্ষা খারাপ হওয়ার জন্য এ তিনটি কারণ মুখ্য ভাবে দায়ী নয়। দায়ী স্বয়ং নিজে, কারণ আমরা আমাদের ইচ্ছাশক্তিকে সম্পূর্ণ জাগ্রত করতে পারেনি এবং তা কাজে লাগাতে পারিনি। যদি ইচ্ছা শক্তি কে আমরা কাজে লাগাতে পারতাম, পরীক্ষায় অবশ্য ভালো করতে পারতাম। সামনে আরো অনেক পরীক্ষা রয়েছে সেগুলো ভালো করে দিতে হবে, নিজেকে দোষী না ভেবে দোষ গুলো শুধরে নিতে হবে। তাহলেই আমরা সফল হতে পারব।

সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা সম্পূর্ণ ভিডিও টি দেখেছো।

যাবার আগে, হরেক রকম বিডি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে সহজেই যেকোন ভিডিও সবার আগে পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন।

Post a Comment

0 Comments