অপটিক্যাল ইলোশান নিয়ে বাংলায় তেমন কোন কনটেন্ট পাওয়া যায় না। তাই Horek Rokom BD চেষ্টা করবে করবে আপনাদের কাছে কিছু অপটিক্যাল ইলোশান নিয়ে আলোচনা করতে। এই আলোচনাটি ধারাবাহিক ভাবে চলতে থাকবে। ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব আজ।
১ম পর্বটি না পড়ে থাকলে এখুনই ১ম পর্বটি পড়তে এখানে ক্লিক করুন , তারপর দ্বিতীয় পর্বটি পড়লে মজা বেশি পাবেন।
আজ আমরা এমন ৫ টি ইলোশান সমন্ধে জানব যা আমাদের নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে। তা চলুন শুরু করা যাকঃ
১. লোকটি ডান দিকে নাকি সামনের দিকে তাকিয়ে আছে?
আসলে এটি এমন ভাবে আর্ট করা হয়েছে যাতে মানুষ দৃষ্টিভ্রমে পরে। কোন দিকে তাকিয়ে আছে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর।
২. কি মনে হচ্ছে? গোলকটিতে সবাই বসে আছে?
প্রকৃতপক্ষে কোন গোলাকই এখানে নাই। এটি এটি ত্রিমাত্রিক চিত্র। মানুষকে ভ্রমিত করতে নয় বরং আনন্দ দেওয়ার জন্যই এমন চিত্র অংকন করা হয়।
৩. বাম দিকের ছবিটির নাকের সাদা ফোটাটির দিকে তাকিয়ে মনে মনে ১-৩০ গণনা করে বাম দিকের সাদক ঘরে তাকান।
বাম দিকের ছবিটি ডানের সাদা জায়গায় ভেসে উঠেছে? তাহলে তো ঠিকই আছে। আপনি দৃষ্টি ভ্রমের প্রেমে পড়েছেন 😀😀
৪. ডট ডট এর ভিতরের সংখ্যাটি কত?
৫. বৃত্ত গুলো কোন দিকে ঘুরছে?
বৃত্ত গুলো কোন দিকেই ঘুরছে না বরং এর স্থির।
আচ্ছা, কোথায় ভুল হয়েছে তা কমেন্ট জানাতে পারেন।
আর হে, কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে পারেন।
দেখুনঃ ১ম পর্বটি এখানে
পরের পর্ব গুলো আপনার ই-মেইলে পেতে ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
লিখেছেন ঃ Dhananjoy Chandra Das
ছবি কালেক্ট করেছেন ইন্টারনেট হতে।
0 Comments