বিশ্বের সফল মানুষদের ১৫ টি সাধারণ বৈশিষ্ট্য যা জীবনের পথ পাল্টে দেবার মত।


প্রিয় হরেক রকম বিডি ভিজিটরগন, আপনাদের সবাইকে আজকে জানাবো যে ১৫ টা বৈশিষ্ট্য থাকলে একজন ব্যক্তিকে আপনারা সফল ব্যক্তি হিসেবে আখ্যায়িত করতে পারেন। 


সফল হবার গোপন রহস্য 


অর্থাৎ একজন সফল ব্যক্তি হিসেবে আমাদের যে ১৫ টা বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক সেই ১৫ টা বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলঃ

১.ভালো শ্রোতা

আকর্ষণীয় মানুষরা খুবই ভালো শ্রোতা হয়। কেউ যখন কোন কথা বলে তারা সে কথা শুনে এবং তা বোঝার চেষ্টা করে। তারা কখনো নিজের প্রশংসা করতে ব্যস্ত থাকে না।

২. স্পষ্টভাষী

তারা যখন কোন বিষয়ে কথা বলে তখন অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে শুধু দরকারি কথা স্পষ্ট ভাষায় বলে। তারা অসংশয়ে, অসংকোচে সাবলীল ভাবে নিজের বক্তব্য অন্যের কাছে তুলে ধরে।

৩. মিষ্টি হাসি বা ভালোবাসার চাহনি

আকর্ষণীয় ব্যক্তিরা খুবই মিষ্টভাষী হয়ে থাকেন। অন্যের সাথে কুশল বিনিময়ে তারা সর্বদা মিষ্টি হাসি দিয়ে তাকে স্বাগতম জানান। তাদের চেহারায় কোনো বিরক্তির ছাপ থাকে না।

৪. আজীবন শিক্ষার্থী

সফল মানুষেরা জ্ঞান অর্জন করেন সার্টিফিকেটের জন্য নয়, জীবনের জন্য। তাই তারা আজীবন কেবল শিখতেই থাকেন এবং একে কাজে লাগিয়ে সাফল্যে পৌঁছান।

৫. নিবেদিত প্রাণ কর্মী

সফল মানুষেরা সবসময় নিবেদিত প্রাণ কর্মী হয়ে থাকেন। তাদের ওপর অর্পিত দায়িত্বের চেয়ে তারা বেশি কাজ করেন। কেননা, তারা কাজকে ভালোবাসেন।

৬. সকলকে শ্রদ্ধা

আকর্ষণীয় ব্যক্তিরা কাউকে অসম্মান করেন না। যে বয়স, পেশা বা অবস্থারই হোক তারা সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখেন।

৭. নিজেই নিজের নিয়ন্ত্রক

প্রত্যেক সফল মানুষ নিজেই নিজের নিয়ন্ত্রক। তারা কখনও শুধু অন্যের কথায় চলেন না, নিজের জ্ঞান-বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেন এবং চমৎকারভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন।

৮. পরিকল্পিত স্বপ্নদ্রষ্টা

সফলরা কখনো পরিকল্পনাহীন সময় কাটান না। তারা অবকাশ যাপন করতে গিয়ে কাজ নষ্ট করেন না। আড্ডা দিতে গিয়ে সময় জ্ঞান হারিয়ে ফেলেন না। রোজ ঘুম থেকে ওঠার পর সারাদিনের পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়েন।

৯. উপকারীর উপকার স্বীকার

সফল মানুষ রা সব সময় অন্যের উপকারের কথা মনে রাখেন। কাজ শেষে কখনো তাকে কৃতজ্ঞতা জানাতে ভুলে যান না। সবার কাছে তার প্রশংসাও করেন।

১০. ভাগ্যের নিয়ন্ত্রক

কোন কাজে সাফল্য পেতে ভাগ্যের দোহায় দিয়ে বসে থাকলে চলে না। সফল মানুষেরা এ সহজ কিন্তু গভীর সূত্রটা জানেন বলেই ভাগ্য সবসময় তাদের জন্য সুপ্রসন্ন হয়।

১১. পরামর্শ দেয়া বা গ্রহণ

যখন কেউ আপনার পরামর্শ চায়, তখন বুঝতে হবে সে আপনার পরামর্শকে যথাযথ মূল্যায়ন করে ও আপনাকে বিশ্বাস করে। সফল মানুষেরা অন্যের যৌক্তিক পরামর্শ গ্রহণও করেন।

 ১২. ব্যর্থতার প্রস্তুতি

সফল মানুষেরা সব সময় অনাকাঙ্ক্ষিত ব্যর্থতার জন্য প্রস্তুত থাকেন। তারা জানেন, সাফল্য আসে ব্যর্থতার ওপর ভিত্তি করে। ব্যর্থ হলে তারা আরও শক্ত করে হাল ধরেন, একে শিক্ষা হিসাবে নিয়ে নতুন করে সাফল্যের সোপান খোঁজেন।

১৩. জবাবদিহিতা

সফল মানুষেরা সদা জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকেন। তারা অনেক নতুন নতুন পদ্ধতি বাস্তবায়ন করতে চেষ্টা করায় সবসময় জবাবদিহিতার সম্মুখীন হন। তবে ভুল করলে তা বোঝা মাত্রই অকপটে ভুল স্বীকার করেন।

১৪. আত্মকেন্দ্রিকতা বর্জন

আকর্ষণীয় ব্যক্তিরা নিজের বিষয়ে খুব বেশি আগ্রহ না দেখে অন্যের পছন্দ-অপছন্দের বেশি আগ্রহী হন। কোন কথোপকথনে সামনে উপস্থিত মানুষকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন।

১৫. প্রাণবন্ত

অন্যরা তার সম্পর্কে কী ভাববে এ বিষয়ে চিন্তা না করে তারা তাদের যা ভাললাগে নিশ্চিন্তে সেটি করে যান। এতে তারা সমগ্র সমাবেশ বা জমায়াতের প্রাণ বা মধ্যমণি হয়ে ওঠেন ।


লিখাটি অনেক কষ্ট করে টাইপ করেছি। ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে পারেন।


তথ্যের উৎসঃ কারেন্ট অ্যাফায়েরস বই - জুন ২০২১

Post a Comment

0 Comments