মাথা নষ্ট করা কিছু দৃষ্টি ভ্রম (optical illusion) এর চিত্র - [ পার্ট - ০১ ]

অপটিক্যাল ইলোশান নিয়ে বাংলায় তেমন কোন কনটেন্ট পাওয়া যায় না। তাই Horek Rokom BD চেষ্টা করবে করবে আপনাদের কাছে কিছু অপটিক্যাল ইলোশান নিয়ে আলোচনা করতে। এই আলোচনাটি ধারাবাহিক ভাবে চলতে থাকবে। ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব আজ।


আজ আমরা এমন ৫ টি ইলোশান সমন্ধে জানব যা আমাদের নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে। তা চলুন শুরু করা যাকঃ


. নীচের ছবিটি কিসের? সহজ করে বললে এটি কি একটি হাসের ঠোট নাকি খরগোশের মুখ?

দৃষ্টি ভ্রম - ০১

আসলে, প্রথমে দেখলে এটি হাস বা খরগোশ যে কোন একটা মনেই হতে পারে। তবে কেউ যদি একক ভাবে একটি বলে দাবি করে তাহলে সে ভুল করছে।



২. ছবিতে মাঝামাঝি থাকা খয়েরি রঙের বৃক্ষ গুলো কোনদিকে যাচ্ছে?

দৃষ্টি ভ্রম - ০২

কি? বাম দিকে না ডান দিকে বলবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেলেন! পড়ারই কথা, কেননা তা যে অপটিক্যাল ইলোশান। এখানে দুটো ঘটনা ঘটতেছে।
  1. যখন নিচের সবুজ ঘাস গুলো তুলনা মূলক ধীরে গতিশীল তখন মাঝের গুলো বাম দিকে যাচ্ছে মনে হয় কিন্তু 
  2. যখন নিচের সবুজ ঘাস গুলো তুলনা মূলক একটু দ্রুত গতিতে গতিশীল হয় তখন মাঝের গুলো ডান দিকে গতিশীল হচ্ছে বলে মনে হয়।  
আসলে আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানাতে পারেন।


৩. নিচের ছবিতে থাকা + ( প্লাস ) চিহ্নটিতে অপলক দৃষ্টিতে ২৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।

দৃষ্টি ভ্রম - ০৩

কি অবাক হয়ে গেলেন তো! গোলাপি বৃত্ত গুলো ধীরে ধীরে উদাও হয়ে গেলো? হ্যাঁ, যদি তা ই হয় তাহলে ঠিকই আছে। এই ইলোশানে গোলাপি বৃত্ত গুলো ধীরে ধীরে উদাও হয়ে যাবে।



৪. কেন্দ্রে থাকা কোন দিকের বৃত্তটি বড়?

দৃষ্টি ভ্রম - ০৪

কি ভাবছেন? আমরা বোকার মত প্রশ্ন করেছি। না, একদম সহজ ভাবে নিলে ভুল করে ফেলার সম্ভাবনা রয়েছে। 

আপনার কাছে কি ডান দিকে কেন্দ্রে থাকা বৃত্তটি বড় মনে হচ্ছে?  তাহলে আপনি ভুল, কেন্দ্রে থাকা দুটো বৃত্তই সমব্যাসের অর্থাৎ সমআকৃতির।


৫. নীচের চিত্রটির মত করে কি বাস্তবে তৈরি করা সম্ভব?
দৃষ্টি ভ্রম - ০৫

যদি মনে হয় "না", তাহলে আপনি একদম সঠিক। এটি অসম্ভব, শুধু দৃষ্টি ভ্রমের জন্য আকা। 

আচ্ছা, কোথায় ভুল হয়েছে তা কমেন্ট জানাতে পারেন।


আর হে, কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে পারেন।

পড়ুনঃ ২য় পর্বটি

পরের পর্ব গুলো আপনার ই-মেইলে পেতে ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।




লিখেছেন ঃ Dhananjoy Chandra Das

ছবি কালেক্ট করেছেন উইকিপিডিয়া হতে। 

Post a Comment

1 Comments