[ঘোষণা পর্ব] মোবাইল দিয়ে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হয়? Wonderful Project by Dhananjoy Das

বন্ধুরা তোমাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি । আমার এই প্রজেক্ট এর মূল উদ্দেশ্য হলো, আমার বন্ধুদেরকে আমি ওয়েবসাইট ডিজাইন শিখাবো। কিভাবে মোবাইল দিয়ে ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন করা যায়? তার সকল গোপন ট্রিকস এন্ড টিপস নিয়ে হাজির হব পরের পর্বগুলোতে । 

Dhananjoy's New Project 


বন্ধুরা, আমার এই প্রজেক্ট এর কাজগুলো কি কি হবে মানে কোন পর্বে কি বলবো? 

নিম্নে তার একটা তালিকা দেয়া হলো

1. কোথায় থেকে এবং কিভাবে ওয়েবসাইট খুলব? সে চিন্তার অবসান ঘটিয়ে সকল প্রশ্নের উত্তর পাবে পর্বগুলোতে । আমার এই প্রজেক্টে ব্লগার দিয়ে কিভাবে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হয় তা শিখাবো। ব্লগার দিয়ে কেন ওয়েবসাইট খুলবো তা নিয়ে আলোচনা হবে এই পর্বটিতে । সাথে থাকলে প্রথম পর্বেই একটি ওয়েবসাইটের মালিক হয়ে যেতে পারবে।

2. এই পর্বে ব্লগারের খুঁটিনাটি সকল সিটিং, বেসিক ট্রিকস এন্ড টিপস নিয়ে আলোচনা হবে । ব্লগার এর লে-আউট অপশন কিভাবে কাজ করে? কিভাবে থীম কাস্টমাইজ করতে হয় কিংবা কিভাবে বেসিক সেটিং পরিবর্তন করতে হয়? সে সম্বন্ধে ..

3.  আমি কয়টা থীম কাস্টমাইজ করে দেখাবো এই পর্বে, যা হতে পারে পার্সোনাল কিংবা বিজনেস অথবা ব্লগিং করার জন্য ।

4. কিভাবে সুন্দর করে পোস্ট করতে হয় এবং seo  ফ্রেন্ডলি রাইটিং লিখতে হয় সেই সম্বন্ধে আলোচনা হবে এই পর্বে ।

5. প্রকৃতপক্ষে যদি আমার লিখাগুলো নিয়মিত পড় অথবা ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো ফলো করো। তাহলে তুমি নিজেকে একজন ছোটখাটো ওয়েব ডিজাইনার হিসেবে দাবি করতে পারবে। কেননা, আমি দেখাবো কিভাবে সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়! সাথে থাকতে হবে সবগুলো পর্বতে ।

বন্ধুরা, আমি যে প্রজেক্ট হাতে নিয়েছি, তা তোমরা ফ্রিতেই করতে পারবে। আর এ প্রজেক্ট এর সকল কাজ তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সহজেই ফ্রিতে করতে পারবে। ধৈর্য ধরে সাথে থাকো আর নতুন কিছু শিখতে থাকো ।

তোমাদের সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো ।

Post a Comment

0 Comments