বন্ধুরা তোমাদের সবাইকে আজকের নতুন পর্ব টিতে স্বাগতম।
আজকের এ পর্বটি থেকে আমাদের কাজ শুরু হলো । আমরা আমাদের কাজ ধীরে ধীরে আরও গতিশীল করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকো । আমরা একটা বাই একটা পর্ব, প্রত্যেকদিন চেষ্টা করব আপলোড করার জন্য ।
আমাদের প্রজেক্ট এর প্রথম টিউটোরিয়াল হলো আজ । আজকে দেখাব, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় ব্লগার দিয়ে।
এখন শুরু করা যাক কাজগুলো। নিচে প্রত্যেকটা ধাপ দেওয়া হলো স্ক্রিনশট এর মাধ্যমে । লেখাটি পড়ে যদি বুঝতে সমস্যা হয় তাহলে দেখে নিতে পারো নিচের ভিডিওটি। যা তোমাদের সুবিধার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। যে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়? এবং মোবাইল দিয়ে খুব সহজে যা হবে ফ্রিতে ।
ভিডিওঃ সহজে বুঝার জন্য
ধাপ-০১ঃ চলে যাও এখানে ক্লিক করে --> [https://www.blogger.com ]
ধাপ-০২ঃ ক্লিক করুন ব্লগ তৈরি করতে
Google Drive
ধাপ -০৩ঃ আপনার ওয়েবসাইট তৈরি করার জি-মেইল দিন
ধাপ -০৪ঃ আপনার ওয়েবসাইট তৈরি করতে জি-মেইল এর পাসওয়ার্ড দিন
ধাপ -০৫ঃ আপনার ওয়েবসাইট তৈরি করার জি-মেইল confirm করতে নিশ্চিত করুনে ক্লিক করুন
ধাপ -০৬ঃ আপনার ওয়েবসাইটের নাম দিন।
যে নামে আপনি ওয়েবসাইট খুলতে চান
ধাপ -০৭ঃ আপনার ওয়েবসাইটের লিংক দিন।
যে লিংক দিয়ে আপনি ওয়েবসাইট প্রবেশ করতে চান
এইরকম লাল লিখা আসলে হবে না
লিংক পরিবর্তন করে নিচের মত করে লাল রংটি সরান
ধাপ -০৮ঃ আপনার ওয়েবসাইটে আপনার নাম দিন।
যে নামে আপনি ওয়েবসাইট কাজ করতে চান
আগামী পর্বে নীচের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে
সহজে বুঝতে ভিডিও টা দেখুন
দয়াকরে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।
অতি দ্রুতই আমরা দ্বিতীয় পর্ব আপনাদের কাছে পৌঁছে দিব।
এর জন্য আপনারা আমার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলটি ফলো করুন।আর কারো কোন সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে কিংবা ইউটিউব এর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।
0 Comments